welcome to gaffer.webs

Subtitle

More
  • About Me
  • Members
  • bangala karaoke
    • bd news allz
  • Guestbook
  • Videos
  • Photo Gallery
  • Forums
  • hindi karaoke
  • Home

Home Post New Entry

« Back to Home « Older Entry | Newer Entry »

bangla dictionary free download

Posted by আব্দুল গাফফার on December 24, 2013 at 12:05 AM

হাই আজ আমি আপনাদের খুব সহজেই বাংলা অভধান download লিংক জানিয়ে দিব
আশা করি সবার কাজে লাগবে । http://sawontheboss4.rmcforum.com/free-download-bangla-dictionary-only-6-

বাংলা অঞ্চল শাসনের বিবর্তনের ইতিহাসের সাথে সাথে বাংলা ভাষা সমৃদ্ধি লাভ করেছে। বিশেষ করে বাংলা

দেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে কালে কালে প্রচুর আরবি ও ফারসি

শব্দ যেমন বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। ইংরেজ শাসনামলেও ইংরেজদের নিজস্ব সাহিত্য

সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে। তেমনি সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি

অনেক শব্দ বাংলায় হুবহু ব্যবহার হয়ে আজ তা বাংলার নিজস্ব শব্দে পরিচিতি লাভ করেছে,

বাংলায় যাকে তৎসম শব্দ বলে।

 

(ণত্ব বিধান বা ণ ব্যবহার )

বাংলা শব্দের বানানে দন্ত্য-ন পরিবর্তিত হয়ে কখন কেনো মূর্ধন্য-ণ হয়ে যায়, এই নিয়মের নামই হলো ণত্ব বিধান !!

১।ট-বর্গীয় ধ্বনির আগে ন যুক্ত হয়ে যুক্তব্যঞ্জন গঠিত হলে তা 'ণ' হয় । অর্থাৎ , ট, ঠ, ড, ঢ, ণ-এদের আগে ন যুক্ত হয়ে ব্যঞ্জন গঠিত হলে সেই দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়ে যায়।

যেমন- ণ্ট (ণ+ট) ঘণ্টা, নিষ্কণ্টক, বণ্টন

ণ্ঠ (ণ+ঠ) অবগুণ্ঠন, উৎকণ্ঠা, লুণ্ঠন, কণ্ঠ

ণ্ড (ণ+ড) কাণ্ড, ঠাণ্ডা, লণ্ডভণ্ড

ণ্ঢ (ণ+ঢ) ঢুণ্ঢি, ঢেণ্ঢন (তেমন প্রচলিত নয় এই শব্দগুলি।

ণ্ণ (ণ্ণ) অক্ষুণ্ণ, ক্ষুণ্ণ, বিষণ্ণ

 

দ্রষ্টব্য

তবে ওয়ারেন্ট, পাণ্ডা, কমান্ডার, যেহেতু বিদেশি শব্দ এদের বানানে মূর্ধন্য-ণ হবে না।

২। ঋ, র, ষ , রেফ, র,র-ফলা এর পরে মূর্ধন্য-ণ হয় ।

ঋ বা ঋ-কারের পর

ঋণ, তৃণ (ত+ঋ+ণ+অ), বর্ণ (ব+অ+র+ণ+অ), বর্ণনা, কারণ, মরণ, ব্যকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ (উ+ষ+ণ)অরণ্য, আহরণ, উদাহরণ

ভ্রূণ, মিশ্রণ, স্ত্রৈণ

অর্ণব, পূর্ণিমা, বিশীর্ণ ।

৩। ঋ, র, ষ- এদের পরে ‘স্বরকপযবহং’ থাকলে এবং তারপর ‘ন’ আসলে তা ‘ণ’ হয়।

এখানে স্বর = স্বরধ্বনি

কপ = ক ও প বর্গীয় ধ্বনি

(ক-বর্গীয় ধ্বনি = ক, খ, গ, ঘ, ঙ;

প-বর্গীয় ধ্বনি = প, ফ, ব, ভ, ম)

যব = ষ, য়, য, ব

হং = হ, ং

যেমন-কৃপণ (ক+ঋ+ প (প-বর্গীয় ধ্বনি)+অ (স্বরধ্বনি)+ ণ)

হরিণ (হ+অ+র+ ই(স্বরধ্বনি)+ ণ)

অর্পণ (অ+র+ প(প-বর্গীয় ধ্বনি)+অ(স্বরধ্বনি)+ ণ)

লক্ষণ (ল+অ+ক্+ষ+ অ(স্বরধ্বনি)+ ণ)

রোপণ (র+ও+প+ণ), শ্রাবণ (শ+র+আ+ব+ণ)

দ্রষ্টব্য

ঋ/র, র-ফলা, রেফ/ষ, ক্ষ/ এর পরে অন্য বর্গের বর্ণ থাকলে মূর্ধন্য-ণ হবে না:

দর্শন, প্রার্থনা।

৪। কতোগুলো শব্দে স্বভাবতই ণ হয়

চাণক্য মাণিক্য গণ

বাণিজ্য লবণ মণ

বেণু বীণা কঙ্কণ কণিকা

কল্যাণ শোণিত মণি

স্থাণু গুণ পূণ্য বেণী

ফণী অণু বিপণি গণিকা

আপণ লাবণ্য বাণী

নিপুণ ভণিতা পাণি

গৌণ কোণ ভাণ পণ শাণ

চিক্কণ নিক্কণ তূণ

কফোণি বণিক গুণ

গণনা পিণাক পণ্য বাণ

৫. (এটি ণত্ব বিধানের সংজ্ঞানুযায়ী ণত্ব বিধানের নিয়ম নয়) সমাসবদ্ধ শব্দে ণত্ব বিধান খাটে না। অর্থাৎ, সমাসের মাধ্যমে গঠিত শব্দে ‘ণ’ হয় না, ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন (২নং নিয়ম অনুযায়ী ত্রিণয়ন), সর্বনাম (৩নং নিয়ম অনুযায়ী সর্বণাম), দুর্নীতি (২নং নিয়ম অনুযায়ী দুর্ণীতি), দুর্নাম (২নং নিয়ম অনুযায়ী দুর্ণাম), দুর্নিবার (২নং নিয়ম অনুযায়ী দুর্ণিবার), পরনিন্দা (২নং নিয়ম অনুযায়ী পরণিন্দা), অগ্রনায়ক (২নং নিয়ম অনুযায়ী অগ্রণায়ক)

৬. (এটিও ণত্ব বিধানের সংজ্ঞানুযায়ী ণত্ব বিধানের নিয়ম নয়) ত-বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত হলে কখনোই ‘ন’, ‘ণ’ হয় না। অর্থাৎ, ত, থ, দ, ধ, ন- এদের সঙ্গে যুক্ত হলে সেটা ‘ন’ হবে। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন, চন্দন

 

mb.html    

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments

Loading...

Categories

  • bd news paper (1)
Create your own free website today
Webs
Better Websites Made Simple