joto din achi bece
|
![]() |
যত দিন আছি বেঁচে
তোমাকেই চেয়ে যাব
বিনিময় যত টুকু পাবার
হইত বা নাই পাব
তবুও তোমাকে যাবে না মোছাতে
আমার এই জীবন থেকে
তুমি যে আমার কত যে আপন
লেখে দিয়েছিতা কবিতা , গানে
তুমি আমাকেও না লেখলেও
আমি তোমায় ওগো লেখে যাব
যদি কখনো তোমার আকাশে
চাঁদ , তারা নিভে যায়
সে দিন আধারে জোনাক পোকা হয়ে
তোমার পাশে জ্বলব ।
যদি কখনও জীবনের সূর্যটা নিভে গিয়ে
আর হয়না উদয়
তবুও ভেবে নিব তোমাকে ভালবেসে
ধন্য আমার জীবন
না পাবার অভিযোগে করব না অভিযোগ
দিব না তোমায় অভিশাপ ।
pithibir et sukh
|
![]() |
পৃথিবীর এত সুখ আমি চায়না
যত টুকু সুখ পেলে মানুষ বাঁচে
যত টুকু সুখ দিও আমায়
মানুষ বাঁচে না কর্ম বাঁচে
কর্মতেই হয় ফল
যতই বলি আমার সবি
হবে যে সবি বিফল ।
পথিক বেশে এই যে আশা
পথিক বেশেই চলে যাওয়া
দুটি হাতি রবে শূন্য ।
নশ্বর পৃথিবীতে সুখ বলে কিছু নেই
যত চাই তত পাই , পাবার ত শেষ হয়না ।
emon ekkhan bou chai
|
![]() |
এমন একটা বউ চাই
যারে দেখতে সুন্দর
এমন একটা বউ চাই
যার সাদা অন্তর
যার ঠোটেঁ সদাই হাসি
যার রঙিন দুটি আঁখি
চাই চাই এমন বউ চাই
বল এমন বউ কোথায় পাই
বিয়ের বয়স হয়েছে পাড়ার লোকে বলেছে
তবু আমি বিয়া করি নাই ।
হৃদয় আমার শূন্য, সেই মেয়েটির জন্য
যে আমাকে ভালবেসে সুখি হতে চায় .
ma tumi acho kemon?
|
![]() |
মা তুমি কেমন আছো
জানতে বড়ই ইচ্ছা করে
আমি কেমন আছি তুমি জানতে চেয়েও না
হাজারো সুখের মাঝে দুঃখ মনে হয়
তুমি পাশে নেই আমার মা
প্রতি নিয়ত পূবের আকাশে সূর্য দেখি
রাতের আকাশে চাঁদ তাঁরা
উত্তর দক্ষিন পচশিমেও তুমি নেই
বল মা তুমি কোথায় ।
কত দূরে থাকো মা তুমি
যেখানে কেউ নেই শুধু মা তুমি
পৃথিবীর সব মায়ার বাধন ছিন্ন করে
আছ তুমি মা যে ভবে
সেখানে কেউ কি আমার মত
তোমাকে মা ডাকে
তবে কেন মা এ ভাবে
যাও মরে শুধু কাঁদিয়ে নিজের সুখটা কেই
শুধু দেখছ ? নাকি আমার জন্য বসে কাদছ ।
chimri tore
|
![]() |
ছিমরি তরে দেখতে সুন্দর
কালা শুধু তর ওই অন্তর
আমারে দেখতে কালা
মনটা খুবি ভালা
সেই মনে তুইলা দিলি ঝর ।।
সুন্দর বলে তোর পিছে
ঘুরে ঘরে মরলাম মিছে
তোর জন্য কত জনের
হাতে খাইলাম চড়
ছিম,রি তুর মুখের হাসি
মনে হয় বাঁশের বাসি
মিষ্টি হাসি দিয়া আমার
মনটা করলি ক্ষয় ।
????? ??
|
![]() |
আমি তোমার বন্ধু হব
বিনিময় কি পাব জানিনা
তবুও ভালবেসে যাব
তোমার সুখী সুখী হব
এটায় মোর কামনা
এটায় মোর বাসনা
আমি বন্ধু করে নাওনা
তুমি বন্ধু করে নাও
অতিপ্ত এই হৃদয় টাকা
তিপ্ত করে দাও
মানুষ বলে আমার একখান
আছে মন সেই মনটির
সঙ্গ পেতে সঙ্গী প্রয়োজন
তোমার রঙ তুলিতে ,
মন ঝুলিতে একটু যায়গা দাও
বন্ধু করে নাওনা আমায়
বন্ধু করে নাও ।
??? ???
|
![]() |
বড় আজব দেশ আমাদের
বড় আজব দেশ
এত কিছুর মাঝেও দেশটা
চলছে বেজায় বেশ
দশ টাকা সের চাউল খায়
কিনে পঞ্চাশ টাকা
এত টাকা কোথায় পায়
ভাবেন মুহিত কাকা
শিক্ষায় দীক্ষায় সব ছেলেদের
করবে যোগাড় কাজ
শিক্ষার নামে শিক্ষাঙ্গনে
চলছে স্রংতাস
গ্রামে গঞ্জে শহর বন্দরে
মানুষ হচ্ছে গুম
দিন বেলায় যেমন -তেমন
হারাম রাতের ঘুম
এই দেশের পুলিশ গুলার
হাতে বেজায় জোর
নীরহ মানুষ ধরে এনে
বানায় বড় চোর
যুদ্ধ অপরাধীর নামে
চলছে যে বিচার
দাঁড়ি, টুপি্ পাইজামা ওলাদের
নাইত উপায় বাঁচার
এমন করে চলতে চলতে
দেশটা রসাতলে
মুক্তিকামী মানুষ গুলো কি
গেল সবি ভুলে
আমার ভায়ের রক্ত দিয়ে
দেশটা আমার স্বাধীন
স্বাধীন দেশের মানুষ হয়েও
থাকব বন্দী চিরদিন
নাইত সময় বসে ঘরে
সময় গর্জে উঠার
মানব নামে দানব গুলো
দেখুক মজা এবার ।
onicit pottasay
|
![]() |
আমি কবি নয় , তবুও লেখেছি
আমি শিল্পী নয় , রঙ তুলিতে নয়
তোমার ছবি এই হৃদয়ে এঁকেছি
আমি পাহাড় নয় , তবুও পাহাড়ের ন্যায়
সবপ্নের পাহাড় গড়েছি
ভোরের কোলাহল করা পাখি
সাঝের বেলায় ঘুমিয়ে যায়
তখনও আমি চাঁদ তারার ন্যায়
তোমার বুকেই করি ছুটাছুটি
আমি জানি একদিন তব্ধ হবে
এই জীবন যাএা
তবুও সব অনিচশিত ভেবে
তুমার কোলেই আবার ঘুমিয়ে পড়ি ।
ami kosto
|
![]() |
আমি কষ্ট পেতে ভালবাসি
আমি কষ্ট
সুখ নামে কোন সুখ নয়
সুখ পেতে কষ্টই পেতে হয়
দিনের পরে রাএি আসে
রাএ হয় অন্ধকার
অন্ধকার হীনা যায় কি দেখা
আলোর কোন সন্ধান ,
আমি আলোর সন্ধানে
তাই ত ভালবাসি এত অন্ধকার
অতি সহজে যা পাওয়া যায়
রইনা জানি তা চির কাল
আসা যাওয়া তার এই নিয়তে
তাইত ভাললাগে এত কষ্ট
বারে বারে ।
bangladesh live tv
|
![]() |