ami papi
|
আমি পাপ করেছি তাই ত আমি পাপী
পাপীর জীবন হয়না মধু ময়
এই ত আমি জেনেছি
ছোট ছোট পাপ গুলো যদি বড় হয়ে যায়
বেঁচে থাকার স্বপ্ন টুকু যদি ভেংগে যায়
আমার এই জীবনটি নিয়ে বল ভাব কি
আমি পাপ করেছি তাইত আমি পাপী
চাঁদ যেমন ওই আকাশে তারা ছাড়া একা
পথ হারা পথিক যেমন ঘুরে বেড়ায় ,
তেমনি এখন আমার এ জীবন , জ্বলে পুড়ে বিষণ্ণ এ মন
নিয়ে বেঁচে আছি ।
Categories: None
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
0 Comments
Loading...
Oops!
Oops, you forgot something.