welcome to gaffer.webs

Subtitle

More
  • About Me
  • Members
  • bangala karaoke
    • bd news allz
  • Guestbook
  • Videos
  • Photo Gallery
  • Forums
  • hindi karaoke
  • Home

Home Post New Entry

« Back to Home « Older Entry | Newer Entry »

opiyo kiso sotto

Posted by আব্দুল গাফফার on March 14, 2013 at 2:55 PM

 

নিরবতা এক ধরণের অলঙ্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়

-হেনরী ডেজন

যখন আপনি কারও জন্য কয়েক মিনিট অপেক্ষা করেন,

সেটা হচ্ছে আপনার "প্রয়োজন"।।

 

যখন আপনি কারও জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করেন,

সেটা হচ্ছে আপনার "বিশ্বাস" ।।

 

যখন আপনি কারও জন্য কয়েক সপ্তাহ অপেক্ষা করেন,

সেটা হচ্ছে আপনার "বন্ধুত্ব"।।

 

কিন্তু আপনি যখন কারও জন্য অপেক্ষা করেন এটা জানাসত্ত্বেও যে সে আর ফিরে আসবেনা,

সেটাকে বলা হয় "ভালোবাসা" ।।

@যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবেনা । -হযরত সোলায়মান (রাঃ)

কেউ যদি তোমার মনে কষ্ট দেয়,

তাহলে সেই ব্যথা মনে লাগিও না।

কারন, তুমি দেখে থাকবে যে,

গাছের সবচেয়ে মিষ্টি ও সুন্দর ফলটাতেই

মানুষ পাথর নিক্ষেপ করে

@

মানুষের ক্ষেত্রে সৌন্দর্যটা পরিমাপ করা যায় না, সৌন্দর্যটা শুধু বস্তুর ক্ষেত্রেই পরিমাপযোগ্য !

একমাত্র আত্মাই মানুষের সৌন্দর্যের মাপকাঠি !

@কারো ভালো খবর শুনে খুশি হওয়ার চাইতে কারো দুঃখে দুঃখিত হওয়া অনেক বেশি অর্থবহ। কারন , মানুষ অনেক সময় মানুষের সুখের দিনের সঙ্গী হতে তেমন ভুল করে না কিন্তু দুঃখের দিনে সেই মানুষটিকে খুঁজে পাওয়া দুষ্কর । দুঃখের দিনেও যে পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু ।।

হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।

কিন্তু এ কথা দু'টো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।–পীথাগোরাস

....................................................

 

 

● বিনয় এমন এক সম্পদ, যা দেখে কেউ হিংসা করতে পারেনা। [ইমাম শাফেই (রহ)]

● যারা সবসময় নিজেকে অসুস্থ ভাবে তারা আজীবন অসুস্থই থাকে। [জুভেনাল]

● অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে। [গোল্ড স্মিথ]

● অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। [শেক্সপিয়র]

● যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম

 

● যদি আপনি কাউকে ধোঁকা দিতে সমর্থ হন, তাহলে ভাববেন না যে সেই মানুষটি বোকা ছিল আর আপনি অনেক বুদ্ধিমান/বুদ্ধিমতী ছিলেন। জেনে রাখুন, সেই মানুষটি আপনাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য আপনি ছিলেন না।

● তোমার যা নেই তার পেছনে ছুটে যা আছে তা নষ্ট কোরো না; মনে রেখো, আজকে তোমার যা আছে , গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে ।

● বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে । -হযরত আলী (রাঃ)

@যদি আপনি কাউকে ধোঁকা দিতে সমর্থ হন, তাহলে ভাববেন না যে সেই মানুষটি বোকা ছিল আর আপনি অনেক বুদ্ধিমান/বুদ্ধিমতী ছিলেন। জেনে রাখুন, সেই মানুষটি আপনাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য আপনি ছিলেন না।

1/হেসে কথা বলুন। এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না, অন্যরাও খুশি হবে।

 

১. “মা” এর মুখে হাসি ফোট

তে না পারলেও কখনও “মা” এর চোখের পানি ঝরাবেন না।

২. আপনার সন্তানকে পৃথিবীর সব ঐশ্বর্য না দিতে পারলেও তার হৃদয়ে একটি মানবতার প্রদীপ জ্বেলে দিন।

৩. ভালোবাসার মানুষটাকে সুখে ভাসাতে না পারলেও তার মনে কখনও দু:খ দিবেন না।

৪. পুরো অসহায় সমাজের দায়িত্ব নিতে না পারলেও অন্তত একটি অসহায় মানুষের দায়িত্ব নিন।

৫. প্রতিদিন রাতে ঘুমানোর আগে মৃত্যুকে স্মরণ করুন এবং সকালে আবার পৃথিবীকে নতুন করে দেখার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করুন।


Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments

Loading...

Categories

  • bd news paper (1)
Create your own free website today
Webs
Better Websites Made Simple